যশোর সদর উপজেলার প্রথম নারী চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা মারা গেছেন।
যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে তিনি মারা যান। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ।
তিনি জানান, ৫৫ বছর বয়সী নুরুজাহান ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
২০২০ সালের ২০ অক্টোবর যশোর সদর উপজেলা উপনির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়ী হন নুরজাহান।
১৯৮১ সালে নুরজাহান যশোর সরকারি মহিলা কলেজে ভর্তি হন। সে বছরই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি, দায়িত্ব পান কলেজ ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদকের। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। ৪০ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তিনি ২০১৯ সালের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার এক বছরের মাথায় ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি।
১৯৯৩ সালে যশোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন নুরজাহান ইসলাম। ওই নির্বাচনে তিনি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে বিজয়ী হন। ১৯৯৭ সালে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
নূরজাহান ইসলামের বাবা রফিউদ্দীন আহমেদ বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।