ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সরকারি বাসভবনের ভেতর থেকে আজাহার উদ্দিন ভূঁইয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে আটক করা হয়। পরে তাকে হেফাজতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আজাহার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের আদিলপুর গ্রামের বাসিন্দা। তিনি রাতের আঁধারে জেলা প্রশাসকের বাসভবনের দেয়াল টপকে ভেতরে ঢুকেছিলেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘রোববার রাত ১০ টার দিকে ভবনের উত্তর অংশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন ওই যুবক। পরে নৈশপ্রহরীরা তাকে আটক করেন।’
একপর্যায়ে দায়িত্বরত কর্মকর্তারা তাকে ভেতরে প্রবেশের কারণ জিজ্ঞাসা করলে তিনি হেফাজতের ভাঙচুর কর্মকাণ্ডের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দায়ী করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাকে হেফাজত তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে জেলা প্রশাসকের বাসভবনে আগন্তুক প্রবেশের ঘটনা জানাজানি হওয়ার পর থেকে সরকারি অফিসার পাড়ায় বসবাসরত কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি আব্দুন নূর বলেন, ‘রাতের আঁধারে জেলা প্রশাসকের সরকারি বাসভবনের মতো স্পর্শকাতর জায়গায় আগন্তুক প্রবেশ করেছে, বিষয়টিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই, বিষয়টি উদ্বেগজনক। আমরা চাই তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।’
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, ‘আমার বাসভবনে উঁচু দেয়াল টপকে কেন ওই দাঁড়িটুপি পরা যুবক রাতের আঁধারে প্রবেশ করবে? নিশ্চয়ই তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল। তাকে পাগল বলার কোনো অবকাশ নেই। আমি চাই তদন্ত করে ওই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।'