বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আম বুকিং নিয়ে তুলকালাম

  •    
  • ২ জুন, ২০২১ ২১:২০

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এখানে যেন আগে থেকে একটি ওয়াগন থাকে। সেটা আগে থেকেই আম লোড করবে। ট্রেনটি এলে ট্রেনের সঙ্গে সেটি জুড়ে দেয়া হবে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ট্রেনটি অবস্থানের সময় বাড়ানোর কথাও বলা হয়েছে।

ম্যাংগো স্পেশাল ট্রেনে আম বুকিং করা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে তুলকালাম কাণ্ড ঘটেছে। রেলের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকজন অনলাইন আম উদ্যোক্তার বাগ্বিতণ্ডা হয়েছে। তারা রেললাইনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন। এ কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ম্যাংগো স্পেশাল ট্রেনটির প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিলম্ব হয়েছে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। স্টেশনে উদ্যোক্তাদের আনা আম নিয়ে ৬টা ২২ মিনিটের দিকে ছেড়ে যায় ট্রেনটি।

তানজিলা নামে একজন অনলাইন আম বিক্রেতা জানান, তিনি কয়েক দিন থেকেই ঢাকায় ট্রেনের মাধ্যমে আম পাঠাচ্ছেন। আজ জানতে পারেন, বেলা একটার পর আর কোনো আম বুকিং নেয়া হবে না। আর বুকিং দেয়া হলেও তা পরদিন যাবে।

এই আম উদ্যোক্তা অভিযোগ করেন, যদি রেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়, তাহলে তা আগে থেকেই নোটিশ করে জানানো উচিত ছিল। এ সময় রেলস্টেশনের কর্মকর্তাদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তানজিলার সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেন আম নিয়ে আসা আরও কয়েকজন।

চকঝগড় এলাকা থেকে ১৬ মণ আম নিয়ে রেলস্টেশনে এসেছিলেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘এখন কেন আম নেবে না, তা বুঝতে পারছি না। না পাঠাতে পারলে আম সব পেকে যাবে।’

শিবগঞ্জের রানিহাটি থেকে আম নিয়ে এসেছিলেন অহিদুল ইসলাম। তিনি বলেন, ‘গতকালও বেলা সাড়ে তিনটা পর্যন্ত আম বুকিং নেয়া হয়েছে। আজ দুইটার দিকে এসে দেখি আম নিচ্ছে না।’

একসময় ট্রেন ছাড়ার প্রস্তুতি নিলে বিক্ষুব্ধরা রেললাইনে অবস্থান নেন। বিষয়টি জানতে পেরে পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী রেলস্টেশনে যান। পরে বিক্ষুব্ধ উদ্যোক্তাদের আম বুকিং নিয়ে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে ছেড়ে যায় ম্যাংগো স্পেশাল ট্রেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের বুকিং সহকারী মাহমুদা খাতুন বলেন, ‘রেলস্টেশনে মাত্র ৩০ মিনিটের জন্য যাত্রাবিরতি করে ট্রেনটি। আমের পরিমাণ বেশি হয়ে গেলে ট্রেনে ওঠানো কঠিন হয়ে পড়ে। গতকালও আম বেশি থাকায় ট্রেন ছাড়তে দেরি হয়েছিল, তাই আমাদের আজ বলা হয়েছিল তিন শ থেকে সাড়ে তিন শ ক্যারেট আম নিয়ে ৩০ মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিতে।

‘বেলা একটার মধ্যেই ৩৭০ ক্যারেটের মতো আম নেয়ার পর আর নেয়া হয়নি। পরে যখন ট্রেনটি ছাড়তে যাব, তখন পরে যারা আম নিয়ে এসেছিল তারা রেললাইনে দাঁড়িয়ে ট্রেনটি আটকে দেয়। পরে সব আম নিয়েই ট্রেনটি ছাড়া হয়েছে।’

মাহমুদা খাতুন আরও জানান, আগামীকাল থেকে বেলা তিনটা থেকে সর্বোচ্চ সাড়ে তিনটা পর্যন্ত আম বুকিং নেয়া হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এখানে যেন আগে থেকে একটি ওয়াগন থাকে। সেটা আগে থেকেই আম লোড করবে। ট্রেনটি এলে ট্রেনের সঙ্গে সেটি জুড়ে দেয়া হবে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ট্রেনটি অবস্থানের সময় বাড়ানোর কথাও বলা হয়েছে।’

এ বিভাগের আরো খবর