বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সন্ত্রাসে বহিরাগতরা, পুলিশকে মামুনুল

  •    
  • ২ জুন, ২০২১ ২০:৪৮

হেফাজতের হরতালে গত ২৮ মার্চ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস, ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর হয়। আগুন দেয়া হয় ১৮টি গাড়িতে।

মার্চের শেষে হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জে যে সহিংসতা চালানো হয় তার দায় বহিরাগতদের দিয়েছেন সংগঠনের বাতিল কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক।

পুলিশ জানিয়েছে, গত ২৮ মার্চ হরতালের আগে যে বক্তব্য রেখেছেন, তা উসকানিমূলক বলেও স্বীকার করেন মামুনুল হক।

গত ১৮ এপ্রিল গ্রেপ্তার মামুনুল হকের বিরুদ্ধে মামলা আছে বেশ কয়েকটি। এর মধ্যে সেদিনের হরতালে নাশকতার প্ররোচণা দেয়ার অভিযোগও আছে।

গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিক্রিয়ায় সেদিন বায়তুল মোকাররমে সহিংসতায় জড়ায় ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীরা।

এর পর চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক সহিংসতা করে হেফাজত কর্মীরা। নানা সরকারি স্থাপনার পাশাপাশি হামলা হয় থানাতেও। তখন পুলিশ গুলি চালালে নিহত হয় চার জন।

এর প্রতিক্রিয়ায় দুই দিন পর সারাদেশে হরতাল ডাকে হেফাজত। আর সেদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনভর গাড়ি পোড়ানো, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় কর্মীরা।

সেদিন বাস, ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সসহ অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর হয়। আগুন দেয়া হয় ১৮টি গাড়িতে।

এ ঘটনায় পুলিশ ও র‌্যাব ছয়টি মামলা করে। পরে আরও তিনটি মামলা করেন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার হারুন অর রশীদ নিউজবাংলাকে জানান, মামুনুল হককে নাশকতার দুই মামলায় ৬ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে মামুনুল হক হরতালে ভাঙচুর, গাড়ি পোড়ানোসহ নাশকতার ঘটনা স্বীকার করেছেন। তবে তারা অনুপ্রবেশকারী ছিল।’

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে মামুনুল হক আরও বলেছেন, আমরা হরতার ডেকেছি এবং উসকানিমূলক বক্তব্য ছিল। কিন্তু সংহিসতা করতে বলিনি।’

সিআইডির এএসপি বলেন, ‘আমরা মামুনুল হক মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি। তার সংগঠনের কর্মকাণ্ড নিয়ে কথা বলেছি, সংগঠনের টাকার উৎস ও যোগানদাতা কারা সে বিষয়ে কথা বলেছি। এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর পেয়েছি কিন্তু পাইনি। তবে তিনি যে সব তথ্য দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে।’

মামুনুল হককে তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ধর্ষণ মামলাসহ আলাদা তিনটি মামলাতেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে জানান, জিজ্ঞাসাবাদে মামুনুল হক জানান তিনটি বিয়ের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বিয়েতে কাজী ছিল না। কাবিননামাও হয়নি। তিনি কাবিননামা ছাড়াই ওই দুই নারীর সঙ্গে মেলামেশা করে ভুল করেছেন বলে স্বীকার করেছেন।

ঝর্ণার ধর্ষণ মামলা ছাড়াও আরও পাঁচটি মামলায় পুলিশ, সিআইডি ও পিবিআই মামুনুলকে ১৮ দিনের রিমান্ডে পায়। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা শাখায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি যেসব তথ্য দিয়েছেন সেগুলো যাচাইবাছাই করছেন তদন্ত কর্মকর্তারা।

মামুনুলকে নতুন করে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর সংস্থার জিজ্ঞাসাবাদ শেষ হলে মামুনুলের মোট ১৮ দিনের রিমান্ড সমাপ্ত হবে। এরপর তাকে নারায়ণগঞ্জ আদালতে আনার কথা রয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নিউজবাংলাকে জানান, সোনারগাঁ থানায় জান্নাত আরা ঝর্নার করা ধর্ষণের মামলা ও রয়্যাল রিসোর্টে হামলা-ভাঙচুর ও স্থানীয় যুবলীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় তিনটি মামলায় মামুনুল হককে আসামি করা হয়।

হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাড়সড়কের সিদ্ধিরগঞ্জের সহিসংতার ঘটনার অপর তিন মামলারও আসামি তিনি।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল। ওই নারীকে প্রথমে তিনি নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করলেও পরে তার দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠে।

এ বিভাগের আরো খবর