বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লঞ্চের কেবিনে তরুণীকে ‘ধর্ষণ’

  •    
  • ২ জুন, ২০২১ ১৯:৫২

ওসি বলেন, ‘ঘটনা শনিবার রাতের হলেও বুধবার দুপুরে ওই তরুণী থানায় আসেন। আমরা তার সব অভিযোগ শুনেছি। তিনি এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছেন। তিনি লিখিত অভিযোগ দিলে মামলা হিসেবে নেয়া হবে।’

বরিশালে লঞ্চের কেবিনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

হিজলা-ভাষানচর-ঢাকা রুটের এমভি রাজহংস-১০ লঞ্চে শনিবার রাতে ওই ঘটনা ঘটে।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার।

তিনি বলেন, ‘ঘটনা শনিবার রাতের হলেও বুধবার দুপুরে ওই তরুণী থানায় আসেন। আমরা তার সব অভিযোগ শুনেছি। তিনি এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছেন। তিনি লিখিত অভিযোগ দিলে মামলা হিসেবে নেয়া হবে।’

তরুণীর বরাত দিয়ে হিজলা থানার ওসি বলেন, ‘অভিযুক্ত যুবক মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তার সঙ্গে মেয়েটির পূর্বপরিচয় ছিল। মূলত বিয়ের প্রলোভনে এবং চাকরি দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ তুলেছেন তিনি।’

ওই তরুণী বলেন, ‘লঞ্চের ডেকে বিছানা পেতে যাচ্ছিলাম। গভীর রাতে ওই যুবক এসে আমাকে বিছানাসহ কেবিনে নিয়ে যায়। আলাপচারিতার একপর্যায়ে বিয়ের পাশাপাশি আমার নামে অর্ধনির্মিত ভবন লিখে দেয়ার প্রস্তাব দেয়।

‘এতে রাজি না হলে আমাকে জোর করে ধর্ষণ করা হয়। কিন্তু রোববার সকালে সদরঘাটে আমাকে রেখে ওই যুবক পালিয়ে যায়।’

তিনি আরও জানান, সোমবার ওই যুবকের বাসায় গিয়ে তার বাবাকে জানালে তিনি ১০ হাজার টাকা দিয়ে ম্যানেজ করতে চান। এরপরে কাজিরহাট থানায় অভিযোগ দিতে গেলে তাকে হিজলা থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়।

এ বিভাগের আরো খবর