কক্সবাজারের চকরিয়ায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫৫ বছর বয়সী ওই মুদি দোকানি পৌরসভার পালাকাটা মোহাম্মদীয়া পাড়ার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে দোকানের সামনে ফোরকানিয়া মাদ্রাসায় যাচ্ছিল শিশুটি। এ সময় শিশুটিকে রাস্তায় একা পেয়ে ফুঁসলিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করা হয়।
এ ঘটনার পর শিশুটি আর মাদ্রাসায় না গিয়ে বাড়িতে ফিরে যায়। বিষয়টি সে তার মাকে জানায়। পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।’