ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মসূচিতে শহরজুড়ে তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অভিযোগে সংগঠনটির দুই নেতাকে গ্রেপ্তারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়াবাসী’।
তারা হলেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহ।
বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়।
‘সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়াবাসী’ ব্যানারে আয়োজকরা জানান, স্মারকলিপি দেয়ার আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ অনেকে।