বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা

  •    
  • ২ জুন, ২০২১ ১৮:৩৫

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে এখন থেকে ৫০ জন রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হবে। সেন্টাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় বেড সংখ্যা বাড়িয়ে আমরা ৫০ এ নিতে পারব।’

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে হাসপাতালটিতে ৫০ বেডে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মুমিনুল হক।

বুধবার দুপুরে অক্সিজেন সরবরাহ সুবিধার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে এখন থেকে ৫০ জন রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হবে। সেন্টাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় বেড সংখ্যা বাড়িয়ে আমরা ৫০ এ নিতে পারব।’

চাঁপাইনবাবগঞ্জে করোনা ইউনিটে এখন ২০ জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে সেখানে অক্সিজেন সিলিন্ডারে করে রোগীদের অক্সিজেন দেয়া হচ্ছিল।

হাসপাতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানান, হাসপাতালের রিজার্ভ ট্রাঙ্কে থাকা পাঁচ হাজার ৬৪৪ লিটার তরল অক্সিজেন চলবে একটানা ১৩ দিন। শেষ হওয়ায় তিন দিন আগে সরবরাহকারী প্রতিষ্ঠানকে জানালে তারা আবার রিফিল করে দিবে।

করোনা সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে ১ জুন থেকে ৭ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।

গত ২৪ ঘণ্টায় জেলাটিতে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। শনাক্তের হার ৫৩ দশমিক ৯৯ শতাংশ। এ সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ৮৬৭ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ২০ জন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হলেও মারা যাননি কেউ। এখন পর্যন্ত এ জেলায় করোনায় মারা গেছেন ৩৭ জন।

এ বিভাগের আরো খবর