গাইবান্ধায় নির্মাণাধীন পুলিশ বক্সের পাশে ঝুলন্ত তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে।
শহরের পুরাতন জেলখানা মোড়ে সদর ট্রাফিক পুলিশ বক্সের সামনে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ফয়সাল মামুনের বাড়ি দিনাজপুর জেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ট্রাফিক পুলিশের টিআই নূর আলম সিদ্দিক জানান, রাত ১২টার দিকে ফয়সাল ট্রাফিক পুলিশ বক্সের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই ভবনের পাশের ৩৩ হাজার ভোল্টের ঝুলন্ত তারে জড়িয়ে যান তিনি। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহত ফয়সাল মামুন ২০১৭ সালে সাব-ইন্সপেক্টর সার্জন হিসেবে ট্রাফিক পুলিশে যোগ দেন।