অবৈধভাবে ভারত গিয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ফিরে আসার সময় চারজনকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
সীমান্তের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের পরেশ জয়দার, তার বোন দিপালী জয়দার, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের করিম মোল্লা ও যশোরের চৌগাছার বেড়গোবিন্দ গ্রামের সুরত বিশ্বাস।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সীমান্তের তারকাঁটাবিহীন এলাকা থেকে অবৈধভাবে ভারত যাওয়া কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাটিলা সীমান্ত থেকে তিনজন ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে একজনকে আটক করা হয়।
নজরুল বলেন, আটক ব্যক্তিদের নামে বিজিবির পক্ষ থেকে মামলা করে তাদের মহেশপুর থানায় পাঠানো হয়েছে।