ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আফাজ উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল আজিজের দুই ছেলে আফাজ উদ্দিন ও রমিজ উদ্দিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই রমিজ উদ্দিন দা দিয়ে ছোট ভাই আফাজ উদ্দিনকে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আফাজ উদ্দিনের মৃত্যু হয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।