বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, আহত ২

  •    
  • ১ জুন, ২০২১ ২১:৪৮

কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বলেন, ‘ভবনের পাশে ঝুলে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছিদ্দিকুর রহমান। এ সময় তাকে বাঁচাতে গেলে স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদী হাছান বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে মারা যান ছিদ্দিকুর।’

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছিদ্দিকুর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ গ্রামে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ছিদ্দিকুর রহমানকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদী হাছান গুরুতর আহত হন।

কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভবনের পাশে ঝুলে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ৬৫ বছর বয়সী ছিদ্দিকুর রহমান। এ সময় তাকে বাঁচাতে গেলে স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদী হাছান বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে মারা যান ছিদ্দিকুর।’

স্থানীয়রা গুরুতর আহত সালেহা বেগম ও মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সালেহা বেগমের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

এ বিভাগের আরো খবর