বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগকর্মীর হাতে সাংবাদিক ‘লাঞ্ছিত’

  •    
  • ১ জুন, ২০২১ ১৮:৫৫

ভুক্তভোগী সাংবাদিক শাহাদৎ হোসেন নিউজবাংলাকে বলেন, রেলস্টেশনের গেট কিপার মুরাদুল ইসলামকে ছাত্রলীগকর্মী রোমান মারধর করেছেন। বিষয়টি আমি যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানাই। এতে তিনি আমার ওপর চড়াও হন। তার এই অভিযোগের বিষয়ে রোমানের নম্বরে ফোন দেয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়া এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকার সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

রেলস্টেশন এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক শাহাদৎ হোসেন। তিনি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে দুঃখ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে অভিযুক্ত ছাত্রলীগকর্মী রোমানের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রেলস্টেশন চালুর দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় স্টেশন চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এতে ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক শাহাদৎ হোসেন স্টেশন চত্বরে যান। কর্মসূচি শেষে তিনি জানতে পারেন কর্মসূচিতে অংশ নেয়া ছাত্রলীগকর্মী রোমান রেলের এক কর্মচারীকে মারধর করেছে। বিষয়টি তিনি যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানান। এতে ক্ষিপ্ত হন রোমান।

পরে রোমান ওই সাংবাদিককে লাঞ্ছিত করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

শাহাদৎ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘স্টেশনের গেট কিপার মুরাদুল ইসলামকে ছাত্রলীগকর্মী রোমান মারধর করেছে বলে যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানাই। এতে তিনি আমার ওপর চড়াও হন।’

ঘটনার পর পরই স্থানীয় সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জড়ো হয়ে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দাবি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের।

পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভনসহ অনেকে প্রেস ক্লাবে এসে দুঃখ প্রকাশ করেন।

এর কিছুক্ষণ পর অভিযুক্ত রোমানকে শহরের বিরাসার এলাকা থেকে আটক করার কথা জানান এএসপি মোজাম্মেল হোসেন।

এ বিভাগের আরো খবর