নাটোরের গুরুদাসপুরে আম পাড়াকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
উপজেলার চলানালী এলাকায় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউনুস আলী ও তার তিন ছেলে রাজিব, রাকিব ও রফিক।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই ইউনুস আলীর সঙ্গে তার প্রতিবেশী ইয়াসিন আলীর জমিসংক্রান্ত বিরোধ চলছে। মঙ্গলবার সকালে ইউনুস তার ছেলেদের নিয়ে বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়তে থাকেন।
এ সময় ইয়াসিনের ছেলে সাবান ও মজিদ আলী তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালান। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ইউনুস আলী ও রাজিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় এখনও মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।