নেত্রকোণার মদনে পুলিশ হেফাজত থেকে হাতকড়া লাগানো অবস্থায় পালিয়ে যাওয়া আসামিকে কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর কেন্দুয়ার সাউদপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামির নাম মো. পলাশ। তার বাড়ি কেন্দুয়ার কাউরাট গ্রামে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, গত রোববার বিকেলে মদনের কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে চুরি হওয়া একটি গরুসহ পলাশকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে মদন থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হলে সোমবার দুপুরে নেত্রকোণায় আদালতে তুলতে তাকে নিয়ে থানা থেকে বের হয় তিন পুলিশ। সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় মদন বাজারে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। সে সময় সুযোগ বুঝে হাতকড়া লাগানো অবস্থাতেই দৌড়ে পালিয়ে যান পলাশ।
ওসি বলেন, গোপন তথ্যে সোমবার রাতে কেন্দুয়ার সাউদপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের পাশ থেকে হাতকড়াসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে।
পুলিশ হেফাজত থেকে আসামি কীভাবে পালিয়ে গেলেন, তা জানতে চাওয়া হয় জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সীর কাছে।
এসপি বলেন, আদালতে নেয়ার সময় মদন বাজারে বৃষ্টির মধ্যে অটোরিকশায় আসামিকে রেখে এক পুলিশ সদস্য ফটোকপি করতে একটি দোকানে যান। অন্য দুইজন আসামির কাছেই ছিলেন। এ সময় পালিয়ে যান পলাশ।
এসপি আকবর বলেন, এ ঘটনায় পুলিশের অসতর্কতা দায়ী কি না, তা খতিয়ে দেখা হবে।