নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার সমসখলসি গ্রাম থেকে সোমবার বিকেলে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিঠুন আলী ওই গ্রামেরই বাসিন্দা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সোমবার দুপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ছাগল নিয়ে বাড়ির পাশের মাঠে যায়। এ সময় মিঠুন আলীও সহযোগীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়।
পরে তারা ওই স্কুলছাত্রীকে পাশের আখক্ষেতে তুলে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মিঠুনকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় মিঠুন ও তার সহযোগীদের অভিযুক্ত করে মেয়েটির বাবা রাতে থানায় একটি মামলা করেছেন।