কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ৩২ বছর আগে ওয়ারেন্টভুক্ত এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা-পুলিশ।
টাঙ্গাইলের মধুপুর থানা থেকে সাত কিলোমিটার দূরে অরণ খোলা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে রোববার রাতে খোরশেদ আলী মণ্ডল নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৬৫ বছরের খোরশেদ আলীর বিরুদ্ধে সিআর-৫৮/৮৭ (চিলমারী) ধারা: ৪০৬ পেনালকোডের বিচার শেষে ১৯৮৯ সালের ২০ অক্টোবর তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। সেই থেকে তিনি পলাতক ছিলেন।
খোরশেদ আলী চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের পুঁটিমারী কাজল ডাঙ্গা (মণ্ডলপাড়া) এলাকার মৃত আব্দুল মান্নান মণ্ডলের ছেলে। তিনি গাজীপুরের ভোটমারী এলাকায় রিকশা চালাতেন। সেখানেই তিনি দীর্ঘদিন স্ত্রী-সন্তান নিয়ে গা-ঢাকা দিয়ে ছিলেন।
পরে পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেড়িবাঁধ ইউপি এলাকায় জলছত্র বাজারে চায়ের দোকান দেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সেখান থেকে তাকে গ্রেপ্তার করে চিলমারী মডেল থানা-পুলিশের একটি দল।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আসামি টাঙ্গাইল জেলার মধুপুর এলাকায় ছদ্মনাম ব্যবহার করে বসবাস করছিলেন। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।