বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বনে ফিরল দুই হরিণ শাবক

  •    
  • ৩১ মে, ২০২১ ২১:১৮

কালকিনী (চর নিজাম) বিট কর্মকর্তা এস এম আমির হামজা বলেন, ‘হরিণের বাসস্থান কেওড়া বাগান থেকে জোয়ারের পানি না কমায় ও আবহাওয়া ভালো না থাকায় আমরা এই কয়দিন তাদের অবমুক্ত করতে পারিনি। সোমবার পানি কমে যাওয়ায় ও আবহাওয়া ভালো থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।’

ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের সময় পানির স্রোতে ভেসে আসা সেই হরিণ শাবক দুটিকে কেওড়া বাগানে অবমুক্ত করা হয়েছে।

ভোলার মনপুরা উপজেলার কালকিনী (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে সোমবার সকালে তাদের অবমুক্ত করা হয়।

কালকিনী (চর নিজাম) বিট কর্মকর্তা এস এম আমির হামজা নিউজবাংলাকে জানান, গত বুধবার ঝড়ের সময় চর নিজামের পার্শ্ববর্তী চন্ডিগ্রামের সংরক্ষিত বন থেকে পানির স্রোতে হরিণশাবক দুটি ভেসে আসে। এগুলোর একটির বয়স পাঁচ মাস, আরেকটির আট মাস।

তাদের উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হেফাজতে চিকিৎসা দেয়া হয়।

তিনি বলেন, ‘হরিণের বাসস্থান কেওড়া বাগান থেকে জোয়ারের পানি না কমায় ও আবহাওয়া ভালো না থাকায় আমরা এই কয়দিন তাদের অবমুক্ত করতে পারিনি। সোমবার পানি কমে যাওয়ায় ও আবহাওয়া ভালো থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর