নেত্রকোণার কেন্দুয়ায় সোমবার আকস্মিক ঝড়ে চারটি দোকান ও ১১টি বাড়ি ভেঙে গেছে। এ ছাড়া আরও ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় অন্তত ৩ জন আহত হয়েছেন।
এ ছাড়া জেলার কলমাকান্দায় বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু হয়েছে এবং একজন কৃষক আহত হয়েছেন।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, দুপুরে উপজেলার বিভিন্ন গ্রামে ভারি বৃষ্টিপাত হচ্ছিল। হঠাৎ বেলা আড়াইটার দিকে উপজেলার বালিজুড়া, লস্করপুর, নোয়াদিয়া ও ভরাপাড়া গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড ঝড়ো হওয়া বয়ে যায়। এতে বালিজুড়া গ্রামের ৪টি দোকান ভেঙে যায়। এ ছাড়া এই চারটি গ্রামের অন্তত ১১টি বসতবাড়ি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আরও ৪০টি বাড়ি। আহত হয়েছেন তিনজন।
আহত ব্যক্তিরা হলেন, ভরাপাড়া গ্রামের রইসুদ্দিনের স্ত্রী মিঠু আকতার ,লস্করপুর গ্রামের সন্তু মিয়ার ছেলে রহমতুল্লাহ ও তার স্ত্রী তহুরা আকতার।তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
এদিকে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। সোয়া ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে সাচুরাম সরকারের ছেলে হরিমোহন সরকার মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বজ্রপাতে ৪টি গরু ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন হরিমোহন সরকার।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।