বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কক্সবাজারে গোলাগুলিতে ২ জন নিহত

  •    
  • ৩১ মে, ২০২১ ১৯:২৫

এসপি জানান, এক যুবককে অপহরণের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সাহেদ গ্রুপের দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ‘অপহরণ হওয়া’ সেই যুবক।

কক্সবাজার শহরে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।

শহরের রুমালিয়ার ছড়া সিকদার বাজার এলাকায় সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুমালিয়াছড়া এলাকার মো. রায়হান ও শহরের টেকপাড়া চৌমুহনীর মো. সাহেদ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুনুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, হাসান নামের এক যুবককে রোববার অপহরণের অভিযোগ ওঠে আশু আলীর গ্রুপের বিরুদ্ধে। সোমবার বিকেলে সাহেদ গ্রুপের লোকজন তাকে উদ্ধার করতে গেলে আশু আলীর গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়।

এ সময় সাহেদকে তারা গুলি করে ও রায়হানকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সাহেদের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় রায়হানকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান নিউজবাংলাকে জানান, রায়হানের শরীরের বিভিন্ন জায়গায় জখম ও আঘাতের চিহ্ন আছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে হাসান নামের আরেক গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে আনা হয়। তিনি এখনও চিকিৎসাধীন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস বলেন, ‘নিহত দুইজনের মধ্যে রায়হান চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুইটি হত্যা ও একটি ছিনতাইয়ের মামলা আছে। আর সাহেদ সম্প্রতি নারী নির্যাতন মামলায় জেল থেকে বেরিয়েছেন।’

এসপি মামুনুল ইসলাম জানান, যদি নিহতদের পরিবার থেকে মামলা না হয় তাহলে পুলিশ মামলা করবে। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর