টাঙ্গাইলে রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় সোমবার বিকেলে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রেজিস্ট্রেশনবিহীন, মেয়াদোর্ত্তীর্ণ ও নকল ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানমালিককে জরিমানা করা হয়।’
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম জানান, এসময় মধুবন ফার্মেসি ইউনানীকে ১ লাখ টাকা, রিমু-শিমু ঔষধালয়কে ১ লাখ ও কাশেম ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ওষুধগুলো ধ্বংস করা হয়।
এসময় টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মৎ নার্গীস আক্তার ও জেলা প্রশাসন ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।