চাঁদপুরের হাইমচরে ১০ লাখ চিংড়ি রেণুসহ সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তরপাড়া বগুলা এলাকায় রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে রেণুগুলো উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহেলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরভৈরবী ইউনিয়নের উত্তরপাড়া বগুলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে প্লাস্টিকের ড্রামে রাখা ১০ লাখ পিস বাগদা চিংড়ির রেণুসহ পিকআপের হেলপার সোহেলকে আটক করা হয়। জব্দ করা রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা জানান, দীর্ঘদিন যাবৎ একটি চক্র হাইমচর থেকে চিংড়ি রেণু পাচার করে আসছে। অভিযান চালিয়ে চিংড়ি রেণুসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। আগামীতেও এ ধরনের অভিযান চলবে।