বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সন্ত্রাসী হামলায়’ আহত ১৪ বন কর্মকর্তা

  •    
  • ৩১ মে, ২০২১ ১৭:৩৪

শেখ রাসেল ইকোপার্কের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মো. হাসিব বলেন, ‘শেখ রাসেল পার্কের ভেতর তিনটি বাড়ি তৈরি করেছিলেন স্থানীয় কয়েকজন। সোমবার সকালে বনবিভাগের একটি দল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন।দুটি বাড়ি ভাঙার পর একদল সন্ত্রাসী হামলা চালায়।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় সন্ত্রাসীদের হামলায় ১৪ বন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার শেখ রাসেল এভিয়ারী ও ইকো-পার্ক (শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক) এলাকায় সোমবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির, ইসমাইল হোসেন, জোতির্ময় বড়ুয়া, আনোয়ার হোসেন, আব্দুল হাই, ইকবাল হোসেন লাবলু, মো. সাইফুদ্দিন, রুপায়ন সুশিল, জাহিদ হোসেন, আবুল হোসেন, মো. কাইছার, মো. মাসুদ, আব্দুল আজিজ এবং অন্তরশীল।

শেখ রাসেল এভিয়ারী ইকোপার্কের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মো. হাসিব বলেন, ‘শেখ রাসেল পার্কের ভেতর তিনটি বাড়ি তৈরি করেছিলেন স্থানীয় কয়েকজন। বনবিভাগ থেকে তাদের কয়েকবার লিখিতভাবে সরে যাওয়ার জন্য বলা হয়।

‘এতে কাজ না হলে সোমবার সকালে শহর থেকে আসা বনবিভাগের একটি দল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। দুটি বাড়ি ভাঙার পর একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।’

চট্টগ্রাম মহানগর রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘বনবিভাগের সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন রেঞ্জ কর্মকর্তা মাসুম কবিরসহ বেশ কয়েকজন। এসময় গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তা মাসুম এবং ইসমাইলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

ওসি মাহবুব মিল্কি বলেন, ‘এই ঘটনায় কোদালা বিট কর্মকর্তা হাসানুজ্জামান রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর