লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর বাঁচাতে নদী বাঁধ প্রকল্প পাসের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন দুই উপজেলার বাসিন্দারা।
১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া একনেকের বৈঠকে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত চাইছেন তারা।
মাতাব্বর হাট এলাকায় সোমবার সকাল ১০টায় ‘রামগতি ও কমলনগর বাঁচাও’ মঞ্চের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মঞ্চের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার ফলোয়ান, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াজি উল্যা জুয়েল, ও যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলাল।
মানববন্ধনে বক্তারা বলেন, মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত গৃহহীন হয়ে পড়ছে শত শত মানুষ। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, সরকারি-বেসরকারি স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনও মেঘনার ভাঙন অব্যাহত আছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জোয়ারের পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এতে নিম্নাচলের হাজারও মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, ‘মেঘনার ভাঙন ঠেকাতে তিন হাজার ৯০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। একনেক সভায় অনুমোদন পেলে টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।’