বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আধিপত্য বিস্তারে বুলবুল-লিচুর বিরোধ, হামলা-লুটপাট

  •    
  • ৩১ মে, ২০২১ ১৬:২২

লোহাগড়া থানার ওসি বলেন, ‘সংসদ সদস্যের উপস্থিতিতে আমরা পাংখারচর গ্রামে বুলবুল কাজী ও লিচু কাজীর মধ্যে দ্বন্দ্ব-সংঘাত মেটানোর চেষ্টা করি। এরই মধ্যে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত ১২টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে পাঁচটি বাড়িতে প্রতিপক্ষের লোকজন ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় লোকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে পাংখারচর গ্রামে দীর্ঘদিন ধরে বুলবুল কাজী ও লিচু কাজীর লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। তারা দুই জনই ওই গ্রামের মাতবর।বুলবুল কাজী জানান, গ্রামে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষ লিচু কাজীর লোকজন রাতের আঁধারে তাদের বাড়িঘরে হামলা চালায়। হামলার সময় ফ্রিজ, টেলিভিশনসহ আসবাবপত্র ভাংচুর করা হয়। তারা বুলবুল কাজীর ঘর থেকে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার এবং লুলু কাজীর ঘর থেকে ৮৩ হাজার ৩০০ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।তবে লিচু কাজী পক্ষের আকিবুল মেম্বার বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন।

বুলবুল কাজী জানান, ঈদের পরে নড়াইল -২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজা দুই পক্ষকে শান্ত থাকতে বলেন। সোমবার সালিশের মাধ্যমে মিমাংস হওয়ার কথা ছিল। প্রতিপক্ষ আপোষ মিমাংসার উদ্যোগে গুরুত্ব না দিয়ে তারা হামলা চালিয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘সংসদ সদস্যের উপস্থিতিতে আমরা পাংখারচর গ্রামে বুলবুল কাজী ও লিচু কাজীর মধ্যে দ্বন্দ্ব-সংঘাত মেটানোর চেষ্টা করি। এরই মধ্যে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’

এ বিভাগের আরো খবর