বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রধানমন্ত্রীর ত্রাণ পেল ইয়াসে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবার

  •    
  • ৩১ মে, ২০২১ ১৭:৩৪

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য ৬০০ প্যাকেট শুকনো খাবার ও ৫ মেট্রিকটন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার ৪টি ইউনিয়নের ত্রাণ বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।’

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরার ৪টি ইউনিয়নের পানিবন্দী ৬০০ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী উপহার পেয়েছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকালে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য ৬০০ প্যাকেট শুকনো খাবার ও ৫ মেট্রিকটন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার ৪টি ইউনিয়নের ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. ছালাহউদ্দিন, ইউপি সচিব ইয়াজউদ্দিন সিরানসহ অনেকে।

এ বিভাগের আরো খবর