ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরার ৪টি ইউনিয়নের পানিবন্দী ৬০০ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী উপহার পেয়েছেন।
প্রধানমন্ত্রীর পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকালে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য ৬০০ প্যাকেট শুকনো খাবার ও ৫ মেট্রিকটন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার ৪টি ইউনিয়নের ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. ছালাহউদ্দিন, ইউপি সচিব ইয়াজউদ্দিন সিরানসহ অনেকে।