চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।
উপজেলার ইব্রাহীমপুর গ্রামে সোমবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওল্টু মণ্ডলের বাড়ি একই গ্রামের মাঝের পাড়ায়। আহত হয়েছে তার আট বছরের ছেলে আকাশ আলী।
নিহতের স্ত্রী ফাতেমা খাতুন জানান, তাদের টিনের বাড়ি। কদিন থেকে বৃষ্টি হওয়ায় বিদ্যুতের তার নষ্ট হয়ে পুরো বাড়িটি বিদ্যুতায়িত হয়। দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফেরেন ওল্টু। ঘরে ওঠার সময় টিনের দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
এ সময় ছেলে আকাশ ঘরে উঠলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায় ঘরে থাকা একটি ছাগল।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন অফিসার শিমুল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক ওল্টু মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান ওল্টু মণ্ডল। আহত শিশু আকাশের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।