বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশেষ লকডাউনের শেষ দিনেও তৎপর প্রশাসন

  •    
  • ৩১ মে, ২০২১ ১২:২৬

গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৬৩ জনের নমুনায় ৪৫ জনের করোনা পজিটিভ আসে। বাকিদের করোনা শনাক্ত হয় স্থানীয়ভাবে করা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে।

চাঁপাইনবাবগঞ্জে চলমান সাত দিনের বিশেষ লকডাউনের শেষ দিন সোমবার। লকডাউন আরও বাড়ানো হবে কি না, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছিলেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।

তিনি জানান, দুপুরে জেলায় করোনা প্রতিরোধ কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে লকডাউন সর্বাত্মকভাবেই কার্যকর হয়েছে। সাধারণ মানুষ তাদের নিজেদের নিরাপদ রাখার জন্যই এটাকে মেনে নিয়েছেন। আজ আমরা বসব, এ বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নিব। যদি প্রয়োজন পড়ে তাহলে লকডাউনের সময়সীমা বাড়ানো হবে।’

রোববার ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৬৩ জনের নমুনায় ৪৫ জনের করোনা পজিটিভ আসে। বাকিদের করোনা শনাক্ত হয় স্থানীয়ভাবে করা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে।

লকডাউনের সপ্তম দিনেও মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। জেলাজুড়ে বসানো পুলিশের ৫০টি চেকপোস্টে গিয়ে দেখা যায়, সেখানে সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে থাকতে পারছেন না। লকডাউনের বিধিনিষেধ অমান্য করা অনেককেই গুনতে হচ্ছে জরিমানা। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন ‘স্বাস্থ্যবিধি মেনে না চললে ঊর্ধ্বমুখী এই সংক্রমণের হার কমানো কঠিন হয়ে পড়বে।’

গত ২৪ ঘণ্টায় করোনায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত এ জেলায় করোনায় মারা গেছেন ৩২ জন।

এ বিভাগের আরো খবর