সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক কৃষানি।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লেদুরপাড়া গ্রামের সোহেল রানা ও জাহিদুল ইসলাম।
কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসিবুল হক নিউজবাংলাকে জানান, রোববার বিকেলে তারা তিনজন ধান কাটছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে পাশের একটি শ্যালোমেশিন ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সোহেল ও জাহিদুলের মৃত্যু হয়। ফুর্তি খাতুনকে চিকিৎসা দেয়ার পর তিনি এখন সুস্থ আছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা।