বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুড়িগ্রামে ধসে গেল ক্রসবাঁধের ৩০ মিটার

  •    
  • ৩০ মে, ২০২১ ২২:৩৯

কুড়িগ্রাম পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হোসেন বলেন, ক্রসবাঁধের যে অংশ ক্ষতি হয়েছে সেখানে আমরা কাজ শুরু করেছি। এতে করে ক্রসবাঁধের আশপাশের এলাকার মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। আসন্ন বন্যায়ও ক্ষতির আশঙ্কা নেই।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গনরোধে সংস্কার করা ক্রস বাঁধের ৩০ মিটার অংশ শনিবার রাতে ধসে গেছে। এতে করে ঝুঁকির মুখে পড়েছে বুড়িরহাট বাজার, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার পরিবার,শতশত একর ফসলি জমি, মসজিদ-মন্দিরসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

ক্রসবাঁধের ধসে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম,কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

তিস্তা নদীর ভাঙন রোধে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট বাজার সংলগ্ন ক্রসবাঁধটি ২০০০ সালে নির্মাণ করা হয়। এরপর থেকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নসহ ১০টি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়। ক্রসবাঁধটি নির্মাণের পর থেকে কয়েক দফায় সংস্কার করা হলেও প্রতি বছর বর্ষা এলেই বাঁধটির বিভিন্ন স্থান ধসে যায়।

চলতি বছর জরুরি বরাদ্দ থেকে ক্রসবাঁধের সংস্কার কাজ শুরু করে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। ক্রসবাঁধের সংস্কারকাজ প্রায় শেষ হয়ে এলেও তিস্তা নদীর পানি বাড়তে শুরু করায় শনিবার রাতে হঠাৎ করে ১৫০ মিটার ক্রসবাঁধের ৩০ মিটার তিস্তা নদীর গর্ভে ধসে যায়।

বাঁধটি ধসে পড়ার পর থেকে নদীর তীরবর্তী ১০ গ্রামের মানুষজনের মাাঝে আতংক বিরাজ করছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া অংশে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছে ।

কুড়িগ্রাম পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হোসেন বলেন, ক্রসবাঁধের যে অংশ ক্ষতি হয়েছে সেখানে আমরা কাজ শুরু করেছি। এতে করে ক্রসবাঁধের আশপাশের এলাকার মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই। আসন্ন বন্যায়ও ক্ষতির আশঙ্কা নেই।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম বলেন, বর্তমানে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ক্রসবাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তা নদীতে সরকারের মেগা প্রকল্প হাতে রয়েছে। এজন্য সরকার কোনো ধরনের স্থায়ী প্রকল্প গ্রহণ করছে না। পানি উন্নয়ন বোর্ড জরুরিভিত্তিতে অস্থায়ীভাবে সংস্কার কাজ চালাচ্ছে।

এ বিভাগের আরো খবর