বগুড়ার শাজাহানপুরে বাড়ির সামনে এক সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার শাবরুল বাজার এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিহাব উদ্দিন বাবু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গত কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জানান, শাবরুল বাজারে বাবুর ধান-চালের ব্যবসা ছিল। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক নিউজবাংলাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনই হত্যার কারণ বলা যাচ্ছে না। পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে।’