স্থানীয়রা জানান, কিছদিন আগে মায়ের সঙ্গে কুটুম্বপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে নীরব। রোববার দুপুরে কুটুম্বপুর পূর্বপাড়া ওয়াদুধ মুহুরী বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায় নীরব ও ইয়াছিন। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা।
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো ভাই।
চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় রোববার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কুটুম্বপুর গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াছিন ও নাওতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নীরব।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে মায়ের সঙ্গে কুটুম্বপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসে নীরব। রোববার দুপুরে কুটুম্বপুর পূর্বপাড়া ওয়াদুধ মুহুরী বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায় নীরব ও ইয়াছিন। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা।
স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চান্দিনার মদিনা মেডিক্যাল কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।