উপ পরিদর্শক বলেন, সকাল নয়টার দিকে জাম পাড়ার জন্য গাছে ওঠেন খোকা মিয়া। চিকন ডাল ধরে ফল পাড়ার সময় হঠাৎ সেটি ভেঙে মাটিতে পড়ে যান তিনি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাম পাড়ার সময় ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
উপজেলার পালগা থানার ১০ নম্বর উস্থি ইউনিয়নের উস্থি গ্রামে রোববার সকাল নয়টার দিকে এই প্রাণহানির ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার উপ পরিদর্শক (এসআই) ইকবাল জিন্নাহ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকাল নয়টার দিকে জাম পাড়ার জন্য গাছে ওঠেন খোকা মিয়া। চিকন ডাল ধরে ফল পাড়ার সময় হঠাৎ সেটি ভেঙে মাটিতে পড়ে যান তিনি।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।