নেত্রকোণার কলমাকান্দায় ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা বলা হলেও পুলিশের সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
উপজেলার রংছাতি ইউনিয়নের একটি গ্রাম থেকে শনিবার রাত ৮টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে কমলকান্দা থানা পুলিশ। রোববার বেলা ১১টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিউজবাংলাকে জানান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।
ওসি জানান, ১০ বছরের মেয়েটি ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, এমন খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। সেখানে গিয়ে ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন, সুরতহালে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন বা গলায় ফাঁসের কোনো দাগ পাওয়া যায়নি। এতে সন্দেহ হওয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
তবে শিশুটির বাবার দাবি, তার মেয়ে মানসিক রোগে আক্রান্ত ছিল। সবার অগোচরে বাড়ির অন্য একটি কক্ষে গিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।