বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রলার ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, নিহত ১

  •    
  • ৩০ মে, ২০২১ ১২:৪২

ট্রলারচালক আমিনুল জানান, শনিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় চার ব্যক্তি পদ্মা নদী ঘুরবে বলে মাদারীপুরের শিমুলিয়া ঘাট থেকে তার ট্রলার ভাড়া করেন। ট্রলারটি পদ্মার বাবুর চরের কাছাকাছি গেলে তারা আমিনুলের হাত-পা বেঁধে চরে ফেলে রেখে ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মায় ট্রলার ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে ফয়সাল নামের এক ব্যক্তির নিহত হয়েছেন।

শনিবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির।

তিনি জানান, নিহত ফয়সালের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।

ট্রলারচালক আমিনুল জানান, শনিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় চার ব্যক্তি পদ্মা নদী ঘুরবে বলে মাদারীপুরের শিমুলিয়া ঘাট থেকে তার ট্রলার ভাড়া করেন। ট্রলারটি পদ্মার বাবুর চরের কাছাকাছি গেলে তারা আমিনুলের হাত-পা বেঁধে চরে ফেলে রেখে ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আমিনুল বলেন, স্থানীয় এক জেলে ঘটনটি দেখতে পেয়ে আমিনুলকে উদ্ধার করেন। খবর পেয়ে আশপাশের জেলে ও নৌপুলিশ সদস্যরা সেখানে গিয়ে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করে। সে সময় ট্রলারে থাকা চারজনের মধ্যে একজন পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। অন্য তিনজনকে গণপিটুনি দেয় লোকজন।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফয়সাল নামের একজন মারা যান। জসিম ও জলিল নামের অন্য দুইজন এবং ট্রলারচালক পুলিশের হেফাজতে সেখানে চিকিৎসাধীন।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় ট্রলারচালক আমিনুল থানায় ট্রলার ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর