বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেঘনার ভাঙনে বিলীনের পথে গ্রাম

  •    
  • ৩০ মে, ২০২১ ১১:০৬

বড় কালীপুরা গ্রামে গিয়ে দেখা যায়, একের পর এক বড় বড় ঢেউ আছড়ে পড়ছে নদীসংলগ্ন বসতবাড়ি ও ফসলি জমির ওপর। অনেক পরিবার নিজেদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়।

উত্তাল মেঘনার ঢেউয়ের তোড়ে গত কয়েক দিনে নদীগর্ভে তলিয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার একটি গ্রাম এখন বিলীনের ঝুঁকির মুখে পড়েছে। এরই মধ্যে ওই গ্রামের পাঁচটি বসতঘর ভাঙনের কবলে পড়েছে।

উপজেলার ইমামপুর ইউনিয়নের ওই গ্রামের নাম বড় কালীপুরা। সেখানে গিয়ে দেখা যায়, মেঘনার বড় বড় ঢেউ একের পর এক আছড়ে পড়ছে তীরের বাড়িঘর ও ফসলি জমির ওপর। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র।

ওই গ্রামের কৃষক হোসেন মিয়া জানান, বসতভিটাটুকুই তার শেষ সম্বল। সেটিও নদীগর্ভে বিলীনের পথে। এমন অবস্থায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি ও তার পরিবার। বসতঘরটি অন্য জায়গায় সরিয়ে নেয়ার মতো আর্থিক সক্ষমতা নেই তার। ঘরটি নদীতে বিলীন হয়ে গেলে সপরিবার খোলা আকাশের নিচে তাকে থাকতে হবে।

ওই গ্রামের আরেক বাসিন্দা হাজেরা বেগম জানান, তার ঘরের মাঝ বরাবর দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় ঘরটি বিলীন হয়ে যেতে পারে। পরিবারের লোকজন মিলেই বসতঘরটি ভেঙে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

নদী ভাঙনের ভয়ে ঘর ভেঙে জিনিসপত্র অন্যত্র নিয়ে যাচ্ছেন গ্রামের লোকজন। ছবি:নিউজবাংলা

ইমামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহ জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন তিনি। তাৎক্ষণিকভাবে ভাঙন প্রতিরোধের জন্য নিজ উদ্যোগে বাঁশের বেড়া দিয়ে বালুভর্তি ব্যাগ ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টির স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।

ইউএনও জিয়াউল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে তিনি জানতে পেরেছেন। শিগগিরই তারা ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর