কর্মচারীকে নির্যাতনের প্রতিবাদ করায় মেহেরপুর গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, তার ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এস এম প্লাজা মার্কেটে এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হামলার পর আত্মগোপন করেছেন একই মার্কেটের ব্যবসায়ী সাথী গার্মেন্টসের মালিক হেলাল উদ্দীন ও তার ভাই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাথী গার্মেন্টসের মালিক হেলাল উদ্দীন ও তার ভাই বেলাল হোসেন তাদের এক কর্মচারীকে প্রায় নির্যাতন করেন। বিষয়টির প্রতিবাদ করেন একই মার্কেটের চশমা ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল, তার ভাই বেলালসহ তাদের লোকজন মানিকের ওপর হামলা চালায়।
ব্যবসায়ীরা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আহতদের মধ্যে হাফিজুর রহমান মানিক ও তার ছেলে সাহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে ও মার্কেট বন্ধ করে দেয়। মার্কেটের সামনে থাকা হামলাকারীদের একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।’