বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘চাঁদা না দেয়ায়’ বাড়িঘর ভাঙচুর লুটপাট

  •    
  • ২৯ মে, ২০২১ ২২:৪০

সেলিম দাবি করেন, হামলায় সময় তার দোকান থেকে আটা ও ভূষির বস্তা নিয়ে যাওয়া হয়। ভাঙচুর করা হয় বাড়ির তিনটি টিভি ও তিনটি ফ্রিজ। এ ছাড়া আলমারি ভেঙে প্রায় ৫ লাখ টাকা, মসজিদের ক্যাশের ৭০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।

সিরাজগঞ্জে ‘চাঁদা না দেয়ায়’ দোকান ও বাড়িঘরে ভাঙচুর এবং মালপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ী মহল্লায় শুক্রবার রাতে সেলিম রেজার বাড়িসহ প্রায় ১৫টি বাড়িতে ভাঙচুর ও মালপত্র লুটপাটের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সেলিম রেজা নিউজবাংলাকে জানান, গত ২০ মে ধানবান্ধি মহল্লার বিশা শেখের ছেলে সানু, পুঠিয়াবাড়ী মহল্লার মোমিন ও মতিন গং তার ময়দার মিলে গিয়ে চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় ওই সময় তাদের মারধর ও মিলে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তার মা সদর থানায় মামলা করেন।

তিনি অভিযোগ করেন, ওই মামলায় শুক্রবার রাতে সানুকে পুলিশ গ্রেপ্তারের পর সানুর ছোট ভাই শামীম, মোমিন ও মতিন দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

সেলিম দাবি করেন, হামলায় সময় তার দোকান থেকে আটা ও ভূষির বস্তা নিয়ে যাওয়া হয়। ভাঙচুর করা হয় বাড়ির তিনটি টিভি ও তিনটি ফ্রিজ। এ ছাড়া আলমারি ভেঙে প্রায় ৫ লাখ টাকা, মসজিদের ক্যাশের ৭০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।

তার ছোট ভাইয়ের চারটি অটোরিকশা, একটি টিভি ও এক লাখ টাকাও নিয়ে যায় হামলাকারীরা।

সানু গংরা এখন তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী নিউজবাংলাকে জানান, রাতে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর