বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২০০ বছর পর রাস্তা পেল ওরা

  •    
  • ২৯ মে, ২০২১ ২২:২২

গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, ‘আমার ইউনিয়নের বাঘার গ্রাম এবং পাশের বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠি গ্রামের শতাধিক পরিবার ২০০ বছর ধরে বিলের মধ্যে বসবাস করে আসছে। পরিবারগুলো দুই গ্রামের মূল সড়ক থেকে বিচ্ছিন্ন ছিল। এক সপ্তাহের মধ্যে ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার মাটির রাস্তার কাজ শেষ হয়েছে।’

২০০ বছর অপেক্ষার পর রাস্তা পেল বরিশালের গৌরনদী উপজেলায় বিলের মধ্যে বসবাস করা শতাধিক পরিবার।

শুকনো মৌসুমে পরিবারগুলোর যাতায়াতের পথ ছিল জমির আইল আর বর্ষায় ভরসা ডিঙ্গিনৌকা, তালের ডোঙ্গা বা ভেলা। একটি মাটির রাস্তা ছিল তাদের স্বপ্ন। ইউনিয়ন পরিষদের উদ্যোগে অবশেষে দেড় কিলোমিটার মাটির রাস্তা নির্মাণে পরিবারগুলোর স্বপ্নপূরণ হলো।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, ‘আমার ইউনিয়নের বাঘার গ্রাম এবং পাশের বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠি গ্রামের শতাধিক পরিবার ২০০ বছর ধরে বিলের মধ্যে বসবাস করে আসছে। পরিবারগুলো দুই গ্রামের মূল সড়ক থেকে বিচ্ছিন্ন ছিল।

‘ওই পরিবারগুলোকে মূল সড়কের সঙ্গে সম্পৃক্ত করতে বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশনায় রাস্তা নির্মাণ শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে মাটির রাস্তার কাজ শেষ হয়েছে।’

বাঘার গ্রামের কলেজছাত্রী মৌমিতা বেপারী, সুপ্রিয়া হালদার জানান, ২০০ বছর আগে তাদের পূর্বপুরুষরা বাঘার বিলের মধ্যে বসতি নির্মাণ করে বসবাস শুরু করেন। তাদের যাতায়াতের জন্য কোনো রাস্তা ছিল না। এমনকি বিলের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণে কোনো জনপ্রতিনিধি এত দিন এগিয়ে আসেননি।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক সপ্তাহে নির্মাণ হলো দেড় কিলোমিটার মাটির রাস্তা।

এ বিভাগের আরো খবর