নওগাঁর বদলগাছীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় স্থানীয় একটি মসজিদের ইমাম আবু হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিঠাপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজহারে বলা হয়েছে, আবু হাসান স্থানীয় মসজিদে ইমামতির পাশপাশি এলাকায় আরবী পড়াতেন। শনিবার সকাল ৭টার দিকে তার বাসায় আরবী পড়তে যায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী। বাকি ছাত্র-ছাত্রী আসতে দেরি হওয়ার সুযোগে আবু হাসান ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটি চিৎকার করলে আবু হাসান পালিয়ে যান। পরে মেয়েটি বাসায় ফিরে পরিবারের সবাইকে ঘটনাটি জানায়। শনিবার সকাল ১১টায় মেয়েটির পরিবার ওই ইমামের বিরুদ্ধে থানায় মামলা করেন।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ইমাম আবু হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।