বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাছ পাচার: ম্যানেজারের বিরুদ্ধে আন্দোলনে চা শ্রমিকরা

  •    
  • ২৯ মে, ২০২১ ১৫:১১

শ্রমিকরা জানান, শুক্রবার বিকেলে বাগান ম্যানেজার ইফতেখার এনাম নালুয়া চা বাগানের সেগুন কাঠ পাচার করে দিয়েছেন। বিষয়টি সম্পর্কে চা শ্রমিক নেতারা ম্যানেজারের কাছে জানতে চাইলে উল্টো তিনি দুর্ব্যবহার করেন।

হবিগঞ্জের চুনারুঘাটে নালুয়া চা বাগানের ম্যানেজারের বিরুদ্ধে গাছ পাচারের অভিযোগ এনে আন্দোলনে নেমেছে শ্রমিকরা।

শনিবার সকাল থেকে কাজ বন্ধ করে তারা আন্দোলন শুরু করেন। এ সময় শ্রমিকরা বাগানের ফ্যাক্টরিতে ও অফিসে তালা ঝুলিয়ে ম্যানেজারের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন।

শ্রমিকরা জানান, শুক্রবার বিকেলে বাগান ম্যানেজার ইফতেখার এনাম নালুয়া চা বাগানের সেগুন কাঠ পাচার করে দিয়েছেন। বিষয়টি সম্পর্কে চা শ্রমিক নেতারা ম্যানেজারের কাছে জানতে চাইলে উল্টো তিনি দুর্ব্যবহার করেন।

এর আগেও একাধিকবার তিনি চা বাগানের মূল্যবান কাঠ পাচার করেছেন বলে জানান শ্রমিকরা।

বাগান ম্যানেজার ইফতেখার এনাম বলেন, ‘কাঠগুলো বাগানের বিভিন্ন ফার্নিচারের জন্য বাজারে পাঠানো হয়েছে। কিন্তু নেতারা শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছে।’

এ ব্যাপারে নালুয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি উপেন্দ্র উড়াং বলেন, ‘বাগান ম্যানেজার ইফতেখার এনাম বারবার চা বাগানের মূল্যবান কাঠ বিক্রি করে দিচ্ছেন। এ ব্যাপারে আমরা তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। যে কারণে শ্রমিকরা আন্দোলনে নেমেছে।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে বাগানের শ্রমিকদের মাধ্যমে ফার্নিচার বানানোর জন্য কাঠ বাজারে পাঠানো হয়েছে। এবার তিনি বাগানের গাড়ি রেখে বাইরে গাড়ি দিয়ে অন্য জায়গায় কাঠ পাচার করে দিয়েছেন। এমনকি আমাদেরকে বিষয়টি অবগত করেননি।’

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সমাকান্ত মুন্ড, বাগানের মেম্বার নটবর রুদ্রপাল, মাখন গোস্বামী, শ্রমিক নেতা স্বপন তাঁতীসহ আরও অনেক শ্রমিক নেতা।

এ বিভাগের আরো খবর