বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চা চুরি দেখে ফেলায় তিন দফা হামলার অভিযোগ

  •    
  • ২৯ মে, ২০২১ ১৪:২৩

শ্রমিকদের অভিযোগ, হামলাকারীরা তাদের ঘর ভাঙচুর করে সাতটি গরু ও পাঁচটি ছাগল, দোকানের টাকা ও একটি দানবাক্স লুট করে নিয়ে গেছে।

মৌলভীবাজারের সুনছড়া চা-বাগানের পাতা চুরি করার সময় দেখা ফেলা ও সেই তথ্য বাগানের টিলার ক্লার্ককে জানানোয় শ্রমিকদের বাড়িতে তিন দফা হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা-বাগানে শুক্রবার রাত ১০টার দিকে এ হামলা হয়।

শ্রমিকদের অভিযোগ, হামলাকারীরা তাদের ঘর ভাঙচুর করে সাতটি গরু ও পাঁচটি ছাগল, দোকানের টাকা ও একটি দানবাক্স লুট করে নিয়ে গেছে।

চা-বাগান শ্রমিক ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সুনছড়া চা-বাগানের ১০ নম্বর সেকশনে ঢুকে একটি বস্তির কয়েকজন কাঁচা চা-পাতা চুরি করে নিচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে বাগানের শ্রমিক স্বপন নায়েক ও হরিনারায়ণ হাজরা টিলা ক্লার্ক গোপাল চক্রবর্তীকে ঘটনাটি জানান। অভিযোগ জানানোর খবর জানতে পেরে আলীনগর ইউনিয়নের চা-পাতা চোর চক্রের সদস্য টিলাগাঁও গ্রামের মঈনুল আহমেদ, চিতলীয়া গ্রামের রশীদ উল্লা, ইব্রাহিম, সেলিম, মন্নান আলী, হান্নান মিয়া, সাকেলসহ কয়েকজন চা-শ্রমিকদের বাড়িতে তিন দফায় হামলা করেন।

হামলায় চা-শ্রমিক স্বপন নায়েক, হরিনারায়ণ হাজরা ও কানাইলাল হাজরা আহত হন। রাতে তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হরিনারায়ণ জানান, হামলাকারীরা তার ঘরের সাতটি গরু, পাঁচটি ছাগল, দোকানের ক্যাশ থেকে ৩০ হাজার টাকা ও একটি দানবাক্স লুট করে।

এ বিষয়ে আলীনগর চা-বাগানের ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী জানান, চা-পাতা চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কাউকে দেখতে পাননি তার কর্মীরা।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা নিউজবাংলাকে জানান, রাতে সংবাদ পেয়ে তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো খবর