নওগাঁ সদর হাসপাতালে দুলাল হোসেন নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৬০ বছর বয়সী দুলাল হোসেনের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলা সদরে।
নওগাঁর জেল সুপার ফারুক আহম্মেদ জানান, পারিবারিক বিরোধে স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার দুলালকে চলতি বছরের ১৫ মার্চ কারাগারে নেয়া হয়।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ৩টার দিকে নামাজ পড়েন। ভোরে বুকে ব্যথা অনুভব করলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উজ্জল হোসেন বলেন, ভোরে কয়েদি দুলাল হোসেনকে হাসপাতালে আনা হয়। বিকেলে স্ট্রোক করার কারণে তার মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, কয়েদি দুলাল হোসেনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে মরদেহের সুরতহাল শেষ হয়। সন্ধ্যায় দুলাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।