কথা বলতে পারে না শিশুটি। নিজের নাম জানিয়েছে লিখে। অন্য কিছু আবার লিখতে পারে না। ফলে তার ঠিকানা জানা যাচ্ছে না।
বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে প্রথম দেখতে পাওয়া যায়। পরে ওই এলাকার সাজু আহমেদ পুলিশকে জানায় বিষয়টি। আর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার জানান, কৃষি ব্যাংক সংলগ্ন জনৈক আইয়ুব আলীর ফলের দোকানের পাশে ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে ছিল শিশুটি। স্থানীয়রা তার আত্মীয়-স্বজনের নাম জিজ্ঞেস করলেও সে নিরুত্তর ছিল। পরে একটি কাগজে সে নিজের নাম পূর্ণিমা বলে লিখে জানায়। এর বাইরে আর কিছুই সে জানাতে পারছিল না।
কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, এ ব্যাপারে সদর থানায় একটি জিডি এন্ট্রি করে মেয়েটিকে রংপুর কোতোয়ালি থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এখন স্বজনদের খুঁজে পেতে চেষ্টা করছে পুলিশ বিভাগ।