বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুরি যাওয়া শিশু ফেসবুকের বদৌলতে উদ্ধার

  •    
  • ২৮ মে, ২০২১ ২২:২০

শিশুটির ফুফাতো ভাই মো. আদনান হোসেন বলেন, `ওই নারী যে গাড়িতে করে পালিয়েছিলেন, তার চালক ফেসবুকে চুরির ঘটনা জেনে ও তাদের ছবি দেখে আমাদের ফোন করেন। তখন আমরা সেখানে গিয়ে মাহমুদকে শনাক্ত করে পুলিশকে জানাই।’

শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকা থেকে চুরি যাওয়া পাঁচ মাস বয়সী শিশুকে ফেসবুকের বদৌলতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

নড়িয়া থানার সিরঙ্গল গ্রামের একটি বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে ওই শিশুকে নিয়ে পালিয়ে যান ওই নারী।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশুটির নাম মাহমুদ হাসান। সে ধানুকা এলাকার বিল্লাল হোসেন ব্যাপারীর ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, বিল্লালের বাড়িতে ভাড়া থাকতেন ওই নারী। তিন মাস আগে ওই ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি। শুক্রবার ওই বাড়িতে বেড়াতে এসে ওই নারী শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে বাড়ির সামনে একটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখেন, শিশু মাহমুদকে কোলে নিয়ে দ্রুতগতিতে পালাচ্ছেন ওই নারী।

এরপর ওই শিশুর স্বজনরা মাহমুদের ছবি, ওই নারীর ছবি ও সিসি ক্যামেরায় ধারণ করা চুরির দৃশ্যের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক ওই ছবি দেখে শিশুর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।

পরে তার দেয়া ঠিকানায় সিরঙ্গল গিয়ে নড়িয়া থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় ওই নারীকে আটক করা হয়।

শিশু মাহমুদের ফুফাতো ভাই মো. আদনান হোসেন বলেন, `ওই নারী মাহমুদদের বাসায় ভাড়া থাকার কারণে পূর্বপরিচিত ছিলেন। তিনি শুক্রবার দুপুরে মাহমুদকে নিয়ে পালিয়ে যান। যে গাড়িতে করে পালিয়েছিলেন তার চালক ফেসবুকে চুরির ঘটনা জেনে ও তাদের ছবি দেখে আমাদের ফোন করেন। তখন আমরা সেখানে গিয়ে মাহমুদকে শনাক্ত করে পুলিশকে জানাই।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, ‘শিশু চুরির ঘটনা শুনে সিরঙ্গল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেছি। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। যেহেতু শরীয়তপুর সদরের ঘটনা, তাই সদরের পালং মডেল থানায় মামলা হবে।’

এ বিভাগের আরো খবর