বাড়ির সামনে স্লুইস গেটে খেলতে গিয়ে বানের পানিতে ভেসে নিখোঁজ হয় দুই বছরের শিশু আরিফা। নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে জসিম উদ্দিন নামে এক জেলের খোঁচা জালে উঠে আসে শিশুটির মরদেহ।
শুক্রবার সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঁঠালতলী ৩ নম্বর ওয়ার্ডের খাল থেকে বানের পানিতে পড়ে যায় আরিফা। সে ওই গ্রামের আরিফ হাওলাদারের মেয়ে।
আরিফার দাদা মোজাম্মেল হাওলাদার জানান, আরিফা তার মায়ের কাছ থেকে সকালে ভাত খেয়ে সামনে খেলতে যায়। তখন বাড়িসংলগ্ন খাল দিয়ে বানের পানি প্রবাহিত হচ্ছিল। এ সময় পা পিছলে পানিতে পড়ে যায় সে। পানির তীব্র স্রোতে আরিফা ভেসে যায়।
ঘটনার পরপরই পাথরঘাটা থানার ওসি আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে বানের পানিতে আরিফা নিখোঁজ হওয়ার খবর পেয়ে পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বরিশালে ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরিরা তল্লাশি শুরু করার কিছুক্ষণ পর বিকেল পাঁচটার দিকে আরিফার মরদেহ উদ্ধার করার সংবাদ পান। এরপর তারা তল্লাশি অভিযান স্থগিত করেন।
পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, শিশুটির সুরতহাল সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।