বগুড়ার ধুনটে জুয়ার আসরে পুলিশ সদস্যকে মারধরের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ২৫ বছর বয়সী আরেফিন ইসলাম সাইফ বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লকের রহিমাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে শাজাহানপুরের বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৯ মার্চ রাতে ধুনটের বুড়িরভিটা এলাকায় জুয়ার আসরে অভিযানে যান ধুনট থানায় কর্মরত বগুড়ার পুলিশ শাখার (ডিএসবি) সদস্য সেলিম মিয়া। সেখানে তিনি মুঠোফোন দিয়ে আসরের ছবি তোলেন। এ সময় সংঘবদ্ধ জুয়াড়িরা সেলিমকে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেন।
এ ঘটনায় বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন সেলিম।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘গ্রেপ্তার আরেফিনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার তার রিমান্ড আবেদন করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’