রাঙামাটির নানিয়ারচরে জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পেশায় দিনমজুর ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম তংক্ষ চাকমা। তিনি উপজেলার ঘিলাছড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে তংক্ষ চাকমার পরিবারে কলহ চলছিল। অভিমান করে শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন তিনি। পরে তাকে জঙ্গলে গাছের ডালে ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তারা জানান, খবর পাওয়ার পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, ‘দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে তদন্ত করা হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’