হবিগঞ্জে র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন র্যাব-৯ ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের কাউছার মিয়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনিপাড়া গ্রামের ফয়সল শাহ ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের কামাল মিয়া।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্রের সদস্যরা নিজেদের র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে নিরীহ মানুষকে হুমকি, প্রতারণা ও চাঁদা দাবি করে আসছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।