কুড়িগ্রামের উলিপুরে বাড়ির বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন তৈয়ব আলী ও হাকিম উদ্দিন। গুরুতর আহত হয়েছেন তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম। তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক মেরামতের কাজ করছিলেন তারা। বিদ্যুৎ চলে এলে তিনজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
এ সময় তাদের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাঈদুল ইসলাম বলেন, ‘দুপুরে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে লোকজন। তাদের মধ্যে পুরুষ দুজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপর এক নারী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।’